মোজার উপর মাসেহ করার সঠিক নিয়ম
জিজ্ঞাসা:
ক. মােজার উপর মাসেহ করার সঠিক পদ্ধতি কী?
খ. আমরা জানি মুকীম ব্যক্তি একদিন একরাত এবং মুসাফির ব্যক্তি তিনদিন তিনরাত মােজার উপর মাসেহ করতে পারবে। প্রশ্ন হলাে- মাসেহের নির্ধারিত সময়সীমা কখন থেকে শুরু হবে? মােজা পরিধান করার পর থেকে, নাকি মােজা পরিধান করার পর যখন অযূ ভাঙবে তখন থেকে?
সমাধান:
ক. মােজার উপর মাসেহ করার সুন্নাত তরীকা হলাে, প্রথমে দুই হাতের আঙুলগুলাে ভিজিয়ে নেবে। এরপর ডান হাতের ন্যূনতম তিন আঙুল দ্বারা একবার ডান পা মাসেহ করবে; পায়ের আঙুলের দিক থেকে শুরু করে টাখনুর দিকে নিয়ে আসবে। এভাবে বাম হাত দ্বারা বাম পা মাসেহ করবে।
খ. মােজা পরিধান করতে হয় অযু অবস্থায়। পরিধানের পর পুনরায় যখন অযু ভাঙবে, তখন থেকে মাসেহের নির্ধারিত সময়সীমা শুরু হবে। (কিতাবুল আসল- ১/৭০, মুখতাসারুল কুদূরী-১২, আলমাবসূত-সারাখসী- ১/১০৫, বাদায়েউস সানা
islamic blog bangla,bangla islamic website, islam, quran, hadith, muslim, islamic boyan, islamic forum,islamic quotes
ESPN's dedicated homepage for quran, hadith and articles about islamic religion
http://www.theislamiccommunication.xyz/2022/11/mojar-upor-maseh-korar-niyom.html